সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সভার দাওয়াত

বিষয়ঃ কর্জে হাসানা ট্রাস্ট সদস্যদের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সভার দাওয়াত।
প্রিয় সদস্য,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমাদের “কর্জে হাসানা ট্রাস্ট” কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী শুক্রবার আসর নামাজের পর একটি সভার আয়োজন করা হয়েছে।
সভাস্থলঃ আল আমিন জামে মসজিদ
আপনাকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনার উপস্থিতি ও মতামত আমাদের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কল্যাণকর করবে ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম কাজে অংশগ্রহণের তাওফিক দান করুন।
শুভেচ্ছান্তে,
কর্জে হাসানা ট্রাস্ট পরিচালক

👉 আমাদের সঙ্গে থাকুন, মানবতার সেবায় এগিয়ে আসুন, একসাথে গড়ে তুলুন একটি সহযোগিতাপূর্ণ সমাজ।

Share:

৪টি মন্তব্য:

  1. আমি জানিনা আমি জানিনা এখানে এই সেটআপ আছে কিনা তারপরও বলি প্রত্যেকের ভোটার আইডি কার্ডের নাম্বার এই সফটওয়্যারে থাকলে আমরা নাম্বারে আইডি নাম্বার দিয়ে চেক করে দেখতে পারি তাতে সহজ হয় এবং আমাদের হিসাবের খাতা মজবুত থাকবে এই কারণে যেহেতু বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে সহযোগিতা করা হয় টাকা দিয়ে

    উত্তরমুছুন
  2. কমার্শিয়াল কাজে ছবি থাকাটা ইসলামের দৃষ্টিতে যদি মাফ করা হয়ে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের নামের আগে তাদের ছবিটা শো করবে এবং অবশ্যই ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়া থাকবে

    উত্তরমুছুন
  3. আমার আরো মন্তব্য আমাদের এই ক্রাস্টের মাধ্যমে আমরা একটা ইসলামিক ধর্মীয় অথবা এতিমখানা মাদ্রাসা তৈরি করার আবেদন জানাচ্ছি

    উত্তরমুছুন

কর্জে হাসানার ফজিলত

আপনার আখেরাত 👇👇

সদস্য হতে ক্লিক করুন 👇👇

কর্জের জন্য আবেদন করুন 👇👇