শনিবার, ১ নভেম্বর, ২০২৫

"কর্জে হাছানা ট্রাস্ট" এর ১ম মাসিক সভা ২০২৫ইং ও মাসিক কর্জ হিসাব

আলোচনা সভা
আলোচনা সভার কার্যক্রম চলছে

আলোচনা সভা
আলোচনা সভার শেষের অংশে তোলা



কর্জে হাছানা ট্রাস্ট

চাঁনমারী বাজার, শিপইয়ার্ড, খুলনা সদর, খুলনা।
ইমেইল:korjotop@yahoo.com

কর্জে হাছানা কমিটির সভার কার্যবিবরণী

সভাপতি: জনাব হাফেজ মো: আবু সাইদ
(পরিচালক কর্জে হাছানা ট্রাস্ট ও পেশ ইমাম আল আমিন জামে মসজিদ)
চানমারী বাজার , শিপইয়ার্ড, খুলনা সদর, খুলনা।

তারিখ: ০১-১১-২০২৫ খ্রি:
সময়: বেলা ৫.০০ ঘটিকা

বিষয়ঃ কর্জে হাছানা ট্রাস্টের সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

উপস্থিত :

সভাপতি মহোদয় উপস্থিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। অত:পর সভার আলোচ্যসূচি অনুযায়ী বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

আলোচ্যসূচি : ০১

আগামী দিন গুলির কার্যবিবরনী পাঠ ও অনুমোদন:

ক্র আলোচনা সিদ্ধান্ত বাস্তবা:
০১ কর্জে হাছানা ট্রাস্টের পরিচালক সভার শুরুতে আগামী দিন গুলির কার্যবিবরনী পাঠ করে শুনান যাহা অনুমোদনের জন্য অনুরোধ করেন। কর্জে হাছানা ট্রাস্টের সার্বিক বিষয়ে আমরা সকলে মিলে মিশে আগামী দিনের পরিকল্পনা গুলি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। কর্জে হাছানা ট্রাস্টের সদস্য বৃন্দ

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভাপতি: জনাব হাফেজ মো: আবু সাইদ
(পরিচালক কর্জে হাছানা ট্রাস্ট ও পেশ ইমাম আল আমিন জামে মসজিদ)
চানমারী বাজার, শিপইয়ার্ড, খুলনা সদর, খুলনা।

অনুলিপি সদয় জ্ঞাতার্থে:

০১.কর্জে হাছানা ট্রাস্টের সকল সম্মানিত সদস্যবৃন্দ
০২.কম্পিউটার নথি




এপ্রিল মাসের হিসাব

গ্রহীতার নাম তারিখ নেওয়া টাকা দেওয়া
মোঃ আবু সাইদ ০৭-০৪-২৫ ১০০০ ১৭-০৪-২৫
মোঃ আবুল কাশেম ২০-০৪-২৫ ২০০০ ০২-০৫-২৫

মে মাসের হিসাব

গ্রহীতার নাম তারিখ নেওয়া টাকা দেওয়া
মোঃ ডাঃ কবির ১০-০৫-২৫ ২০০০ ২০-০৫-২৫
মোঃ মিজানুর রহমান ২৫-০৫-২৫ ২০০০ ১০-০৬-২৫

আগস্ট মাসের হিসাব

গ্রহীতার নাম তারিখ নেওয়া টাকা দেওয়া
মোঃ এমদাদুল ১৫-০৮-২৫ ১০০০ ০১-০৯-২৫
মোঃ শাহআলম ২২-০৯-২৫ ৩০০০ ০৩-১০-২৫

অক্টোবর মাসের হিসাব

গ্রহীতার নাম তারিখ নেওয়া টাকা দেওয়া
মোঃ মিজানুর রহমান ১০-১০-২৫ ৫০০০ ২৫-১০-২৫
মোঃ এমদাদুল হক ১৯-১০-২৫ ১০০০ ০৪-১১-২৫
মোঃ হাবিবুর রহমান ২৩-১০-২৫ ২০০০ ২৬-১০-২৫

নভেম্বর মাসের হিসাব

গ্রহীতার নাম তারিখ নেওয়া টাকা দেওয়া
মোঃ রেজওয়ান ০১-১১-২৫ ৫০০০ ১০-১১-২৫
মোঃ রফিকুল ইসলাম ০১-১১-২৫ ১০০০ ১০-১১-২৫
মোট: ১১ জনকে কর্জ দেওয়া হল — ২৫,০০০/-
কর্জ দেওয়া: ৭,০০০/-
নগদ আছে: ২,৩৫০/-
Share:

কর্জে হাসানার ফজিলত

আপনার আখেরাত 👇👇

সদস্য হতে ক্লিক করুন 👇👇

কর্জের জন্য আবেদন করুন 👇👇